দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বাদ যাচ্ছে না দেবালয়
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি, বাদ যাচ্ছে না দেবালয়।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ভবতারিণী কালী মন্দিরের দরজা ভেঙে অষ্টধাতুর একটি প্রতিমা, স্বর্ণের মুকুট ও তিনটি চেইন চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে। শুক্রবার মন্দিরের সাধারণ সম্পাদক অরুন কুমার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মন্দির কমিটি ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মন্দিরের দরজা ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে ভেতরে গিয়ে দেখা যায় অষ্টধাতুর একটি প্রতিমা, স্বর্ণের ৩টি চেইন ও একটি মুকুট নেই। এছাড়া সিসি ক্যামেরাসহ মন্দিরের আরও সরঞ্জামাদি চুরি হয়েছে।
মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস সংগ্রাম বলেন, প্রায় ১০ লক্ষ টাকার সরঞ্জামাদি চুরি হয়েছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়সহ সবাই কষ্ট পেয়েছে।
এদিকে খবর পেয়ে লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, মন্দিরে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। দোষীদের দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন