সখিপুরের সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ হিন্দু মহাসভা'র প্রতিবাদ
সখিপুরের সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ হিন্দু মহাসভা'র প্রতিবাদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হিন্দু মহাসভা'র দপ্তর সম্পাদক সাগর কর্মকার সংবাদ মাধ্যম কে জানান,
গত ৩০/০৩/২০২৫ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ এনে টাঙ্গাইল জেলাধীন সখিপুর উপজেলার বড়চওনা গ্রামে পুলিশের উপস্থিতিতে শংকর সাহার বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও দেবী লক্ষ্মীর চিত্রপট আগুন দিয়ে জ্বালিয়ে দেয় কটরপন্থী ধর্মান্ধ দুবৃর্ত্তরা।
উল্লেখ্য যে, শংকর সাহা ২৯/০৩/২০২৫ইং তারিখে নিজে উপস্থিত হয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জের বরাবর তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ করেন। কিন্তু পরিতাপের বিষয় এই যে, পুলিশ শংকর সাহার পরিবারকে কোনরূপ নিরাপত্তা না দিয়ে ঘটনাস্থলে পুলিশ পুতুলের মত দাঁড়িয়ে থাকে। উক্ত ঘটনার ২ দিন অতিবাহিত হওয়া স্বত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া দেখায় নাই।
কটরপন্থী ধর্মান্ধ দুবৃর্ত্তদের নাটকীয় উত্থান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরব ভূমিকা বাংলাদেশে বসবাসরত ৩ কোটি সংখ্যালঘু হিন্দুদের মনে নানা প্রশ্ন ও ভীতি সৃষ্টি করেছে। যা এদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের সহাবস্থানের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে।
"বাংলাদেশ হিন্দু মহাসভা'র" পক্ষ থেকে উক্ত উদ্দেশ্যপ্রণীত সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং ৪৮ ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন