নির্বাচন বর্জন করলেন তৃণমূল বিএনপি'র চট্রগ্রাম -১২ আসনের মনোনীত প্রার্থী


  নানান নাটকীয়তার পর কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপি'র চট্টগ্রাম -১২ আসনের মনোনীত প্রার্থী রাজিব চৌধুরী নির্বাচন বর্জন করলেন।

এই নিয়ে তৃণমূল বিএনপি'র মোট তিন জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।ময়মনসিংহ -৪ আসনের দীপক চন্দ্র গুপ্ত, যশোর -৫ আসনের আ.ন.ম মোস্তফা বনি নির্বাচন বর্জন করেছেন। 

নির্বাচনের শেষ মুহুর্তে এসে নির্বাচন বর্জন করার কারণ জানতে চাইলে চট্টগ্রাম -১২ আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী রাজিব চৌধুরী বলেন,"সহিংস প্রার্থীদের অনুসারীদের মাধ্যমে সন্ত্রাসের বিস্তার এবং পত্রিকায় বারংবার সচিত্র সংবাদ প্রকাশের পরও প্রশাসনের ও নির্বাচন কমিশন কতৃপক্ষের বিস্ময়কর অন্ধত্ব সামগ্রিক পরিবেশকে বিপন্ন করে তুলেছে। 

এতদবিষয়ে,মনোনয়ন প্রদানকারী তৃণমূল বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনরূপ সহযোগিতার মনোভাব না থাকা ও নিজেদেরকে প্রার্থীদের কাছে অহেতুক আড়াল রাখার হাস্যকর প্রচেষ্টা আমাকে দারুণ ভাবে মর্মাহত ও ব্যথিত করেছে।

এক গুমোট, ভয়ানক আতঙ্কের নাগপাশে নিজেকে প্রার্থী হিসাবে বড়ই বেমানান প্রতীয়মান হয়েছে।নিজেকে শান্তিপ্রিয় প্রার্থী হিসাবে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা অঙ্কুরেই বিনষ্ট করেছে নগ্ন সন্ত্রাসের ঔদ্ধত্য। 

এহেন পরিস্থিতিতে এক দারুণ অসহায় অবস্থায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়ার তাগিদ অনুভব করি"।

এর আগে এক সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির ৬০ জন প্রার্থী সভাপতি ও সাধারণ সম্পাদক কে জাতীয় বেইমান হিসাবে ঘোষণা করেন।মনোনয়ন বাণিজ্য ও নির্বাচনী বিশেষ তহবিলের টাকা আত্মসাৎ এর অভিযোগ আছে শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ হিন্দু মহাসভা নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

গাজীপুরের কালিয়াকৈরে মন্দির ভাংচুর

সখিপুরের সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ হিন্দু মহাসভা'র প্রতিবাদ