নির্বাচন থেকে সরে গেলেন ময়মনসিংহ -৪ আসনের তৃণমূল বিএনপি'র মনোনীত প্রার্থী।

 

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ময়মনসিংহ -৪ আসনের তৃণমূল বিএনপি'র মনোনীত প্রার্থী শ্রী দীপক চন্দ্র গুপ্ত। 

নির্বাচন থেকে সরে আসার কারণ জিগ্যেস করলে তিনি বাংলা নিউজ কে বলেন,শারীরিক অসুস্থতা, অর্থনৈতিক সংকট ও তৃণমূল বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অসহযোগিতার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এর আগেও তৃণমূল বিএনপির ৬০ জন সংসদ সদস্য প্রার্থী সংবাদ সম্মেলন করে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অসহযোগিতা এবং যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ আনেন।প্রার্থীদের কে নির্বাচনী বিশেষ তহবিল থেকে নির্বাচনী খরচ দেয়ার কথা থাকলেও সে টাকা সভাপতি ও সাধারণ সম্পাদক মেরে দিয়েছেন বলে অভিযোগ করেন প্রার্থীরা।

শ্রী দীপক চন্দ্র গুপ্ত বাংলাদেশ হিন্দু লীগের সভাপতি। তিনি বলেন বাংলাদেশ হিন্দু লীগ ও তৃণমূল বিএনপির মধ্যে যে জোট হয়েছিল, সেই জোট থেকেও বেরিয়ে আসছে বাংলাদেশ হিন্দু লীগ। জোট ভাঙ্গার কারণ হিসাবে তৃণমূল বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ধরেন। 

নির্বাচনী এলাকার পরিবেশের কথা জিগ্যেস করলে তিনি বলেন,তার নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী হরহামেসাই নির্বাচনী বিধান লঙ্ঘন করছেন।তিনি কোথাও পোস্টার লাগাতে পারছেন না।প্রতিটা ওয়ার্ডে একটা করে অফিস করার বিধান থাকলেও তারা ২০-৩০ টা করে অফিস করছেন।প্রশাসন কে অভিযোগ করলেও তারা কোন অ্যাকশন নেয় নাই বলে অভিযোগ করেন শ্রী দীপক চন্দ্র গুপ্ত। 

এ পর্যন্ত জাতীয় পার্টি থেকে ৭৬ জন,বিএনএম থেকে ২ জন এবং তৃণমূল বিএনপি থেকে ২ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ হিন্দু মহাসভা নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

গাজীপুরের কালিয়াকৈরে মন্দির ভাংচুর

সখিপুরের সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ হিন্দু মহাসভা'র প্রতিবাদ