অবরুদ্ধ বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়,নেই কোনও নেতা-কর্মী

গতকালের পুলিশ -বিএনপির সংঘর্ষের পর অবরুদ্ধ করে রাখা হয়েছে বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়।একসময় যেখানে বিএনপির নেতা-কর্মীদের ঢল নামতো,আজকের দলের দূর দিনে তাদের কাউকে দেখা যাচ্ছে না।দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে ঠুকার চেষ্ট করেন।কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তিনি ফিরে যেতে বাদ্ধ হন।
ফকিরাপুল মোর থেকে বিজয়নগর মোর পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পরার মতো।বিএনপির দলীয় কার্যালয়ে গতকালে বিপুল পরিমাণ ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। সংগত কারণে ইনভেস্টিগেশনের জন্য দলীয় কার্যালয় সিল করে রাখা হয়েছে বলে জানাই পুলিশ।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন