কফির পেয়ালায় চুমু ভাসে,বীথি রহমান

 


          কফির পেয়ালায় চুমু ভাসে 

                   বীথি রহমান 

বারো মাস পৌষের অপেক্ষায় থাকি

বিকেলের মিঠা রোদে তোমাকে জড়াতে চাই

শিশিরস্নাত ভোরে একমুঠো কুয়াশা ছুঁয়ে দিতে চাই        কপোলে

যতটা ভালোবাসি, ততটা ওমে জড়াতে চাই বুকের   ব্লাংকেটে

পত্রপুষ্পশূন্য মধ্যাহ্ন নয়,উপহার দিতে চাই উষ্ণ চুমুর এক দীর্ঘ সন্ধ্যা। 


এবারের পৌষও যাই যাই 

জবুথবু রাতে ধোঁয়া ওঠা মাঘী চাঁদ 

পূর্ণিমার উত্তপ্ত ক্ষণে তোমাকে এবারও কিছুই দেয়া হলো না

পরিত্যক্ত সন্ধ্যায় ছাতি ফাটা তেষ্টা নিয়ে 

কফির পেয়ালায় বিগত দিনের কিছু চুমু ভেসে আছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ হিন্দু মহাসভা নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

গাজীপুরের কালিয়াকৈরে মন্দির ভাংচুর

সখিপুরের সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ হিন্দু মহাসভা'র প্রতিবাদ