নয়াপল্টনে পুলিশ বিএনপি সংঘর্ষ, নিহত ১জন,আহত অন্তত ৩০জন

 


রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে ১জন নিহত এবং আহত অন্তত ৩০জন।নিহতের নাম মকবুল হোসেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক অমান উল্লাহ্ অমান,প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি,বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমূল বিশ্বাস সহ বিএনপির ৩০০ নেতাকর্মী কে আটক করে পুলিশ। 



পুলিশ কমিশনার হারুন আর রশিদ বলেন," সকাল থেকেই  বিএনপির নেতা-কর্মীরা নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাস্তা বন্ধ করে দেয়। পুলিশ তাদের কে রাস্তা ছেড়ে দেওয়ার কথা বললে তারা পুলিশের প্রতি খিপ্ত হয়ে উঠে। কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ এবং বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার হয়।একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের উপর শত,শত ককটেল বোমা নিক্ষেপ করে। বিএনপির কর্মীদের ছোড়া ককটেল বিস্ফোরণে কয়েক জন পুলিশ কর্মী আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টিয়ারসেল ছোড়ে"।বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সার্চ করে বিপুল পরিমাণ ককটেল বোমা উদ্ধার করেছে বলে জানায় পুলিশ। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, " পুলিশ উদ্দেশ্য প্রণোদিত ভাবে ১০ ডিসেম্বরের সমাবেশ বানচালের জন্য বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা করে।তিনি আরও বলেন, কার্যালয়ের ভিতরে তাকে ঢুকতে দেওয়া হয় নাই। তিনি সাংবাদিকদের কে  প্রশ্ন করে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কি একটা দলের মহাসচিব কে তার দলীয় কার্যালয়ে জোড় করে ঢুকতে না দেওয়ার নজির কি পৃথিবীতে আর আছে?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ হিন্দু মহাসভা নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

গাজীপুরের কালিয়াকৈরে মন্দির ভাংচুর

সখিপুরের সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ হিন্দু মহাসভা'র প্রতিবাদ