পোস্টগুলি

রংপুরের গঙ্গাচড়ার সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে বাংলাদেশ হিন্দু মহাসভা'র প্রতিবাদ সমাবেশ

ছবি
  ০১/০৮/২০২৫ ইং রোজ শুক্রবার, বিকাল ৪.০০ ঘটিকায়, জাতীয় প্রেসক্লাবের সামনে 'বাংলাদেশ হিন্দু মহাসভার' পক্ষ থেকে সভাপতি দীপক চন্দ্র গুপ্তের সভাপতিত্বে রংপুর জেলাধীন গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়া গ্রামে মিথ্যা ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে ২২টি হিন্দু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বসত বাড়ি ভাংচুর, লুটপাট,. অগ্নিসংযোগ ও নিরপরাধ রঞ্জন রায়ের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভার বক্তব্যে দীপক চন্দ্র গুপ্ত বলেন, "গত ২৭/০৭/২০২৫ ইং তারিখে রংপুর জেলাধীন গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়া গ্রামে মিথ্যা ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে ২২টি হিন্দু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বসত বাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্ত সন্ত্রাসী গোষ্ঠী। রিট পলিটেকনিক ইনস্টিটিউট (আরআইটি) এর কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র রঞ্জন রায়ের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট করা হয়। এই পোস্টকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে রংপুরে গঙ্গাচড়া উপজেলার বালাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ীতে হামলা চালায়। মিথ...

অভয় নগরের সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ হিন্দু মহাসভার প্রতিবাদ

ছবি
  যশোরের অভয় নগরের সাম্প্রদায়িক হামলার প্রতবাদে নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু মহাসভা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হিন্দু মহাসভার দপ্তর সম্পাদক সাগর কর্মকার জানান, "গত ২২/০৫/২০২৫ ইং তারিখে যশোর জেলাধীন অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামে নিরীহ সংখ্যালঘু হিন্দু মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক উৎসব চলাকালীন সময়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে একদল সন্ত্রাসী গোষ্ঠী। সেখানে ৫০০ মানুষের প্রসাদ রান্না চলছিল, সব লুট করে নিয়ে যায়।  ১৯টি বসত-বাড়ী লুটপাট ও আগুন ধরিয়ে সর্বশান্ত করে দেয় দুর্বৃত্ত সন্ত্রাসী গোষ্ঠী এবং সুন্দলী বাজারের কয়েকটি দোকানে তালা ভেঙ্গে লুট করার পর আগুন ধরিয়ে দেয়। সংখ্যালঘু সম্প্রদায়ের ৩১টি গরু লুট করে নিয়ে যায়। শুধুমাত্র অসুস্থ ও বৃদ্ধ মানুষ ছাড়া সবাই এখন গ্রাম ছাড়া। প্রতিটি পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। ওই পরিবারগুলো এখন অর্ধহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছে। উল্লেখ্য যে, উক্ত ঘটনার পাঁচদিন অতিবাহিত হওয়া সত্বেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা গ্রহন করে নাই। কট্টরপন্থী ধর্মান্ধ দুর্বৃত্তদের নাটকীয় উত্থান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরব...

সীতাকুণ্ডে সংখ্যালঘু জিতু কর্মকার ও তার পরিবারের উপর সংগঠিত হামলায় বাংলাদেশ হিন্দু মহাসভা'র নিন্দা।

ছবি
  সীতাকুণ্ডে সংখ্যালঘু জিতু কর্মকার ও তার পরিবারের উপর সংগঠিত নির্যাতনের বিরুদ্ধে  প্রতিবাদ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ হিন্দু মহাসভা'র দপ্তর সম্পাদক সাগর কর্মকার। তিনি লিখিত বিবৃতিতে বলেন,সনাতনীদের প্রাণের ৮ দফা দাবী আদায়ের বিগত সংগ্রামে অংশগ্রহণ করার অভিযোগে গত ১১ এপ্রিল রোজ শুক্রবার চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ড উপজেলার কেদারখীল গ্রামে বসবাসরত সংখ্যালঘু জিতু কর্মকার ও তার পরিবারের সদস্যদের উপর হামলা, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে কট্টরপন্থী ধর্মান্ধ দুর্বৃত্তরা। পরিতাপের বিষয় এই যে, বারবার স্থানীয় থানায় অভিযোগ করা হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিতু কর্মকার ও তার পরিবারের সুরক্ষায় কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। জিতু কর্মকার ও তার দাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনার ১ দিন অতিবাহিত হও অত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া দেখায় নাই। কট্টরপন্থী ধর্মান্ধ দুবৃর্ত্তদের নাটকীয় উত্থান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরব ভূমিকা বাংলাদে বসবাসরত ৩ কোটি সংখ্যালঘু হিন্দুদের মনে নানা প্রশ্ন ও ভীতি সৃষ্টি করেছে। যা এদেশে বসবাসভসংখ্যালঘু হি...

সখিপুরের সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ হিন্দু মহাসভা'র প্রতিবাদ

ছবি
  সখিপুরের সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ হিন্দু মহাসভা'র প্রতিবাদ।  সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হিন্দু মহাসভা'র দপ্তর সম্পাদক সাগর কর্মকার সংবাদ মাধ্যম কে জানান, গত ৩০/০৩/২০২৫ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ এনে টাঙ্গাইল জেলাধীন সখিপুর উপজেলার বড়চওনা গ্রামে পুলিশের উপস্থিতিতে শংকর সাহার বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও দেবী লক্ষ্মীর চিত্রপট আগুন দিয়ে জ্বালিয়ে দেয় কটরপন্থী ধর্মান্ধ দুবৃর্ত্তরা। উল্লেখ্য যে, শংকর সাহা ২৯/০৩/২০২৫ইং তারিখে নিজে উপস্থিত হয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জের বরাবর তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ করেন। কিন্তু পরিতাপের বিষয় এই যে, পুলিশ শংকর সাহার পরিবারকে কোনরূপ নিরাপত্তা না দিয়ে ঘটনাস্থলে পুলিশ পুতুলের মত দাঁড়িয়ে থাকে। উক্ত ঘটনার ২ দিন অতিবাহিত হওয়া স্বত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া দেখায় নাই। কটরপন্থী ধর্মান্ধ দুবৃর্ত্তদের নাটকীয় উত্থান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরব ভূমিকা বাংলাদেশে বসবাসরত ৩ কোটি সংখ্যালঘু হিন্দুদের মনে নানা প্রশ্ন ও ভীতি সৃষ্টি করেছে। যা এদেশে বসবাসরত সং...

বাংলাদেশ হিন্দু মহাসভা নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

ছবি
  নতুন রুপে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু মহাসভা নামে সংখ্যালঘু রাজনৈতিক দল।দলের সভাপতি দীপক চন্দ্র গুপ্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কে জানান,বাংলাদেশ হিন্দু লীগের নাম পরিবর্তন করে "বাংলাদেশ হিন্দু মহাসভা " নামে কার্যক্রম পরিচালনা করবে।  তিনি আরো বলেন,বাংলাদেশ হিন্দু লীগ ধর্মীয় সংখ্যালঘু জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিগত ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়ে অক্লান্ত পরিশ্রম ও আওয়ামী লীগ সরকারের নিদারুন অত্যাচার-নির্যাতন সহ্য করে কাজ করে আসছে। বাংলাদেশ হিন্দু লীগ ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এককভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে সম্মান জনক ভোট পেয়েও কাকতালীয়ভাবে হেরে যায় এবং আওয়ামী সরকারের রোষানলের কারণে দলটিকে নিবন্ধন বঞ্চিত করা হয়। জুলাই/২৪ এর গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসাবে এবং গণ দাবীর প্রতি সম্মান প্রদর্শনের নিমিত্তে বাংলাদেশ হিন্দু লীগের বিশেষ অধিবেশনে হিন্দু লীগের নাম পরিবর্তন করে "বাংলাদেশ হিন্দু মহাসভা" নামকরণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এখন হইতে "বাংলাদেশ হিন্দু ...

সোনাগাজীতে সংখ্যালঘু যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি
  ফেনীর সোনাগাজীতে অপু চন্দ্র কুরি নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্প্রতিবার (৩০ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার কুঠির হাট বিষ্ণুপুর গ্রামের ঝর্ণা বড়ুয়ার বাড়ির পাশে কাঠাল বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।  জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কাঠাল গাছের সাথে একটি ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেন। তার নাম অপু চন্দ্র কুরি (২৫)। সে বিষ্ণুপুর গ্রামের জেলেপাড়ার মনা মেম্বার বাড়ির কান্তি লাল দাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অপুর সাথে কারো বিরোধ নেই,  কারা কেন এভাবে হত্যা করে তাকে ঝুলিয়ে রেখেছে তদন্ত করে বের করা উচিত।  কুঠিরহাট কালী মন্দির কমিটির সাধারন সম্পাদক  ডাঃ শান্তি কর্মকার বলেন, লাশের মাথা গাছে বাঁধা ছিল, তবে পা হাটু পর্যন্ত মাটিতে ছিল। এই মৃত্যু রহস্যজনক।  সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বোন বাদি হয়ে থানায় মামলা করেছেন।

খুলনায় প্রকাশ্যে গুলি করে অর্ণব সরকার কে হত্যা।

ছবি
  খুলনায় প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে অর্ণব কুমার সরকার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে খুলনা মহানগরীর ব্যস্ততম কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে।   নিহত অর্ণব মহানগরীর সোনাডাঙ্গার আবু আহমেদ রোড়ের বাসিন্দা নিতিশ চন্দ্র সরকারের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বিষয়টি বাংলানিউজ২৪ কে নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, অর্ণব ময়লাপোতা থেকে মোটরসাইকেলে শিববাড়ী যাচ্ছিলেন। পথে ১০-১৫টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাকে গুলি করে। এ সময় অর্ণব গুলিবিদ্ধ হয়ে রাস্তার ওপর পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে  আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, কারা বা কী কারণে অর্ণবকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে বলা ...