অভয় নগরের সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ হিন্দু মহাসভার প্রতিবাদ

 

যশোরের অভয় নগরের সাম্প্রদায়িক হামলার প্রতবাদে নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু মহাসভা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হিন্দু মহাসভার দপ্তর সম্পাদক সাগর কর্মকার জানান, "গত ২২/০৫/২০২৫ ইং তারিখে যশোর জেলাধীন অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামে নিরীহ সংখ্যালঘু হিন্দু মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক উৎসব চলাকালীন সময়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে একদল সন্ত্রাসী গোষ্ঠী। সেখানে ৫০০ মানুষের প্রসাদ রান্না চলছিল, সব লুট করে নিয়ে যায়।  ১৯টি বসত-বাড়ী লুটপাট ও আগুন ধরিয়ে সর্বশান্ত করে দেয় দুর্বৃত্ত সন্ত্রাসী গোষ্ঠী এবং সুন্দলী বাজারের কয়েকটি দোকানে তালা ভেঙ্গে লুট করার পর আগুন ধরিয়ে দেয়। সংখ্যালঘু সম্প্রদায়ের ৩১টি গরু লুট করে নিয়ে যায়। শুধুমাত্র অসুস্থ ও বৃদ্ধ মানুষ ছাড়া সবাই এখন গ্রাম ছাড়া। প্রতিটি পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। ওই পরিবারগুলো এখন অর্ধহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছে।


উল্লেখ্য যে, উক্ত ঘটনার পাঁচদিন অতিবাহিত হওয়া সত্বেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা গ্রহন করে নাই।


কট্টরপন্থী ধর্মান্ধ দুর্বৃত্তদের নাটকীয় উত্থান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরব ভূমিকা বাংলাদেশে বসবাসরত ৩ কোটি সংখ্যালঘু হিন্দুদের মনে নানা প্রশ্ন ও ভীতি সৃষ্টি করেছে। যা এদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের সহাবস্থানের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।


"বাংলাদেশ হিন্দু মহাসভা" উক্ত উদ্দেশ্যপ্রণিত সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং ৪৮ ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর নিরাপত্তা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবী জানায়।"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ হিন্দু মহাসভা নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

গাজীপুরের কালিয়াকৈরে মন্দির ভাংচুর

সখিপুরের সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ হিন্দু মহাসভা'র প্রতিবাদ